জাতীয় স্বীকৃতি চাই গঙ্গাসাগর মেলার

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর

Must read

প্রতিবেদন: গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর যুক্তি, বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক মানবধর্মসভাগুলোর অন্যতম এই মেলা। কুম্ভমেলা হয় ৪ বছর এবং ১২ বছর অন্তর। কিন্তু গঙ্গাসাগর মেলা হয় প্রতিবছরেই মকর সংক্রান্তিতে।

আরও পড়ুন-১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখা হয়েছে কেন? সংসদে সরব তৃণমূল

আকারে বা আয়তনে এটি কুম্ভমেলার ঠিক পরে হলেও, তাৎপর্যের দিক থেকে কম নয় কোনও অংশেই। গঙ্গাসাগর মেলার প্রাচীনত্বের উল্লেখ রয়েছে ইতিহাসেও। প্রতিবছরই দেশ-বিদেশের প্রায় এক কোটি তীর্থযাত্রীর সমাগম হয় এখানে। তাঁদের আরামদায়ক ভ্রমণ, থাকা-খাওয়ার ব্যবস্থা—সবকিছুই করে রাজ্য সরকার। কেন্দ্রের সহযোগিতা ছাড়াই সমস্ত খরচ বহন করে রাজ্য। ব্যবস্থা করে পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার। মমতাবালা ঠাকুরের দাবি, স্বতন্ত্রতা, তাৎপর্য, ব্যাপকতা এবং আধ্যাত্মিক গভীরতাকে পূর্ণ মর্যাদা দিয়ে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দিতে হবে কেন্দ্রকে।

Latest article