প্রশ্নে জাতীয় সড়ক

রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকারের এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি।

Must read

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের মোট ৩,৬৭৫ কিলোমিটার জাতীয় মহাসড়কের মধ্যে ১,৮০০ কিমি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএ আই)-এর কাছে ন্যস্ত করা হয়েছে উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য। সমগ্র দেশে ১,৪০,৯৯৫ কিমি জাতীয় মহাসড়কের মধ্যে প্রায় ৬০,৮০০ কিমি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া’র। অন্যান্য রাজ্যের অনুপাতে পশ্চিমবঙ্গে এনএইচএআই-এর কাছে ন্যস্ত করা জাতীয় মহাসড়ক বেশি। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ জহর সরকারের এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি।

আরও পড়ুন-সৌগতর ধিক্কার

কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে ৭৯টি প্রকল্পে ১,৪৮৮ কিমি দৈর্ঘ্যের মহাসড়ক নির্মাণের কাজ চলছে অথবা বরাত দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলির মোট খরচ ২৭,৩৬০ কোটি টাকা। পশ্চিমবঙ্গে জাতীয় মহাসড়ক ২০১৪ সালে ছিল ২,৯০৮ কিমি যা এখন পর্যন্ত বেড়ে ৩,৬৭৫ কিমি হয়েছে। রাজ্যে চলতি আর্থিক বছরে ৪৭৬ কোটি টাকা খরচে প্রায় ৪৯ কিমি দৈর্ঘ্যের মহাসড়ক তৈরির বরাত দেওয়া হয়েছে। গড়কড়ি জানিয়েছেন, প্রকল্পগুলি তহবিলের লক্ষ্যমাত্রার ভিত্তিতে প্রতি আর্থিক বছরে সম্পাদনের জন্য গ্রহণ করা হয়। এছাড়া প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ট্রাফিক, আন্তঃক্ষেত্রীয় অগ্রাধিকার, সংযোগ ব্যবস্থা বিবেচনা করা হয়।

Latest article