আজ, শনিবার থেকে নয়াদিল্লিতে (New Delhi) দু’দিনের জি–২০ সম্মেলনকে (G20 Summit) ঘিরে রাজধানীতে উত্তেজনা তুঙ্গে। কিন্তু রাজনীতির ময়দান মানেই বিতর্কের অন্ত নেই। শীর্ষ সম্মেলনের আয়োজনে তাক লাগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) অতিথিদের মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের টেবিলে খাবার পরিবেশন করতে রেখেছেন এক বিশেষ ধরণের পাত্র। বিদেশি অতিথিদের সোনা–রুপোর টেবিলওয়্যারে খাবার পরিবেশন করা হবে। সেগুলো সবই গোল্ড প্লেটেড থালা। পাত্রগুলিতে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া তো রয়েছেই। সেই নিয়েই এবার শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন-গানের মেহবুবা
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এই সূত্র ধরেই নজরে আনেন একটি বিষয়। পাত্রগুলিতে জয়পুর, উদয়পুর, বারাণসী কর্নাটক শিল্প ভরপুর । পাত্রগুলি সরকারি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। আজ, শনিবার দেখা গেল ওই খাবার প্লেটে এমন একটা জিনিস রাখা হল যা ভারতের জাতীয় প্রতীককে অপমান করা হয়েছে বলেই দাবি করছেন সংশ্লিষ্ট মহল। সাকেত গোখলে নিজের এক্স (পূর্ববর্তী টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘জি–২০ সম্মেলনে বিদেশি অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছে সোনা এবং রুপোর বাসনে। মোদী সরকার এই কাজ করেছে। খুব কাছ থেকে সেই প্লেটে চোখ রাখুন। ভারতের জাতীয় প্রতীক সেই খাবার প্লেটে খোদাই করে বসানো হয়েছে।’
আরও পড়ুন-সৌদি-কন্যা মহাশূন্যে গড়লেন ইতিহাস
প্রসঙ্গত, বিদেশি অতিথিদের জন্য যে বিশেষ খাবার প্লেটের ব্যবস্থা করা হয়েছে তার মাঝখানে খোদাই করে রাখা হয়েছে জাতীয় প্রতীক বা ন্যাশানাল এমব্লেম। জাতীয় রাজনীতির অলিন্দে এই খবর প্রকাশ্যে আসার পরেই শুরু হয় নিন্দা। আপাতত এই নিয়ে দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…