এবছরও জাতীয় শিক্ষা পুরস্কার পাচ্ছেন বাংলার দুই শিক্ষক!

Must read

আর কয়েকদিন পরেই শিক্ষক দিবস। প্রতিবছর এই দিনে জাতীয়স্তরের শিক্ষাক্ষেত্রে অবদানস্বরূপ নির্বাচিত শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ সম্মান প্রদান করে কেন্রীয় সরকার। পুরস্কার প্রাপকরা রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক পুরস্কৃত হন। চলতি বছর জাতীয় শিক্ষা পুরস্কার (NATIONAL TEACHERS’ AWARDS) পেতে চলেছেন পশ্চিমবঙ্গের দুই শিক্ষক। তারা হলেন- শ্রী নর সিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস কুমার রায়। এবং শালবাগান জিএসএফপি স্কুলের শিক্ষক প্রশান্ত কুমার মারিক।

প্রতিবছর বাংলা থেকে জাতীয় শিক্ষক হিসাবে পুরস্কৃত (NATIONAL TEACHERS’ AWARDS) হন বহু শিক্ষক। চলতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই পুরস্কারপ্রাপ্তদের সাম্মানিকস্বরূপ দেওয়া হবে মেধার সার্টিফিকেট, ৫০ হাজার টাকা নগদ সহ রুপোর মেডেল। ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

আরও পড়ুন-রাজ্যে ফের বিপুল কর্মসংস্থান!

আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠনের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন শিক্ষকেরা। প্রতি বছর শিক্ষক দিবসে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের জাতীয় পুরস্কার দেওয়ার ব্যবস্থা করে থাকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। জাতীয় পুরস্কার ২০২৪ এর উদ্দেশ্য হল দেশের সেরা কিছু ফ্যাকাল্টি সদস্যদের স্বাতন্ত্র্যসূচক অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের সম্মান জানানো।

Latest article