জাতীয় দলে আদিবাসী মমতা

আনন্দের কথা, তাদের মধ্যে থেকে প্রথম সুযোগ পাওয়া আদিবাসী মহিলা মমতা হাঁসদা জাতীয় ফুটবল দলে সুযোগ পেয়েছেন।

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে সেখানের উন্নয়নে নানা প্রকল্প নিয়েছেন। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে সুস্থ সংস্কৃতি ফেরাতে ফুটবল খেলায় উৎসাহ দেওয়াও আছে। সেই সূত্রে জঙ্গলমহলের মেয়েরাও ফুটবল খেলতে শুরু করেছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর প্রশংসায় বাংলাদেশের মন্ত্রী

আনন্দের কথা, তাদের মধ্যে থেকে প্রথম সুযোগ পাওয়া আদিবাসী মহিলা মমতা হাঁসদা জাতীয় ফুটবল দলে সুযোগ পেয়েছেন। সেই মমতা হাঁসদার বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে এলেন গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক তথা জনপ্রিয় চিকিৎসক খগেন্দ্রনাথ মাহাত। খবর পেয়েই খগেনবাবু সাঁকরাইল ব্লকের রাঙাডিহা গ্রামে মমতার বাড়িতে গিয়ে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান।

দরিদ্র সাঁওতাল পরিবারের মেয়ে মমতার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘‘মমতা হাঁসদা আমাদের জঙ্গলমহলের গর্ব। দেশের হয়ে খেলতে যাচ্ছেন। বাংলার মুখ উজ্জ্বল করেছেন।’’

Latest article