আদিবাসীদের সংবর্ধনা বিবিধ সামগ্রী, সুবিধাদান

প্রতিবারের মতো এবারও কাঁকসা ব্লকে আদিবাসী মানুষদের নিয়ে জয় জোহার মেলার আয়োজন হল এসএইচজি বিল্ডিংয়ে।

Must read

সংবাদদাতা, কাঁকসা: প্রতিবারের মতো এবারও কাঁকসা ব্লকে আদিবাসী মানুষদের নিয়ে জয় জোহার মেলার আয়োজন হল এসএইচজি বিল্ডিংয়ে। সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নাভলম এস। ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, সহ-সভাপতি জয়জিত মণ্ডল, ব্লকের সাত পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান, পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের সদস্যরা-সহ জেলার তপশিলি জাতি-উপজাতি উন্নয়ন দফতরের প্তরের আধিকারিকেরা। ব্লকের সাত পঞ্চায়েতের আদিবাসী গ্রামের সাত মোড়লকে সংবর্ধনা জানানো হয়।

আরও পড়ুন-মুর্শিদাবাদে বন্ধ নেট, ভিনরাজ্যের সংযোগ পেতে ভিড় নদীর ধারে

ব্লকের দুই কৃষকের হাতে ধান ঝাড়ার জন্য পা দিয়ে চালিত ধান ঝাড়ার মেশিন তুলে দেওয়া হয়। এক কৃষকের হাতে দেওয়া হয় চাষের সুবিধার জন্য একটি পাম্প। আদিবাসী সম্প্রদায়ের ১০০ স্বনির্ভর গোষ্ঠীর হাতে ১০টি করে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। আদিবাসী মহিলাদের হাতের জিনিস প্রদর্শনের জন্য বেশ কয়টি কাউন্টার করা হয়েছে। আদিবাসী মানুষদের জন্য রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধাদানে হয়েছে বেশ কটি কাউন্টার। মেলা উপলক্ষে দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিডিও অফিস সংলগ্ন ফুটবল ময়দানে।

Latest article