মহাকাশে প্রথম জনজাতি নারী

নিকোল ক্যালিফোর্নিয়ার পেতালুমার বাসিন্দা। মার্কিন নৌবাহিনীর সদস্য হিসেবে নিকোল ইরাক ও আফগানিস্তান সফর করেছেন।

Must read

প্রতিবেদন :‌ আমেরিকার জনজাতি সম্প্রদায়ের মানুষ নিকোল অনাপু মান। উত্তর ক্যালিফোর্নিয়ার জনজাতি ওয়েলাসকি সম্প্রদায়ের সদস্য তিনি। মার্কিন জনজাতি সম্প্রদায়ের এই তরুণী সে দেশের মহাকাশ যাত্রার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে চলেছেন।
নিকোলই আমেরিকা প্রথম কোনও জনজাতি মহিলা মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করতে চলেছেন। আগামী বসন্তে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পরবর্তী স্পেসএক্স ক্রু–৫ মিশনে অংশ নিতে চলছেন নিকোল। এই অভিযান সফল হলে মহাকাশে পৌঁছানো প্রথম জনজাতি মহিলা মহাকাশচারী হিসাবে ইতিহাস গড়বেন তিনি।

আরও পড়ুন-জিতে শুভমনের প্রশংসায় রাহুল

নিকোল ক্যালিফোর্নিয়ার পেতালুমার বাসিন্দা। মার্কিন নৌবাহিনীর সদস্য হিসেবে নিকোল ইরাক ও আফগানিস্তান সফর করেছেন। ২৫টি পৃথক বিমানে ২,৫০০ ঘণ্টার বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নাসা চাঁদে যে বিশালাকার রকেট উৎক্ষেপণ করেছে তা তৈরি ও উৎক্ষেপণের কাজেও সহায়তা করেছেন নিকোল। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁকে মহাকাশে পাঠানো হচ্ছে এই খবর শুনে তিনি খুবই উত্তেজিত ও গর্ববোধ করছেন। নিকোলের ধারণা, তাঁকে দেখে জনজাতি সম্প্রদায়ের মানুষ বিজ্ঞান ও মহাকাশ গবেষণার কাজে আরও উৎসাহিত হবেন ও এগিয়ে আসবেন।

Latest article