জগন্নাথ মন্দিরের সামনের বনাঞ্চলে নেচার পার্ক গড়বে দিঘা উন্নয়ন পর্ষদ

দিঘার জগন্নাথ মন্দিরের সামনের বনাঞ্চলে এবার ‘নেচার পার্ক’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা।

Must read

প্রতিবেদন : দিঘার জগন্নাথ মন্দিরের সামনের বনাঞ্চলে এবার ‘নেচার পার্ক’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য-সহ অন্য শীর্ষকর্তা এবং বাস্তুকারেরা। তবে শুধু নেচার পার্ক নয়, জগন্নাথ মন্দিরের উল্টোদিকে থাকা নয়ানজুলিটি অপরিবর্তিত রেখে সেখানে সৌন্দর্যায়নের কাজ করবে জেলা পূর্ত দফতর। সেখানে হবে পর্যাপ্ত আলো, পর্যটকদের বসার ব্যবস্থাও।

আরও পড়ুন-ইউপিকে সমীহ করছে বাংলা

প্রসঙ্গত, দু-এক মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর হাতে দিঘার বড় আকর্ষণ জগন্নাথ মন্দিরটির উদ্বোধন হওয়ার কথা। তার আগেই এই দুই কাজ হয়ে যাবে বলে খবর। ফলে জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা অচিরেই আলাদা এক মাত্রা নেবে বলাই যায়। প্রস্তাবিত নেচার পার্কটি গড়তে সহযোগিতা করবে বন দফতর। ওই বনাঞ্চলে থাকবে রাস্তা। সেই রাস্তা ধরে হাঁটাপথে প্রকৃতির শোভা উপভোগ করতে পারবেন পর্যটকরা। বনাঞ্চলে তৈরি হবে একাধিক জলাশয়। প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য তৈরি হবে বেশ কিছু কংক্রিটের বসার জায়গা। এছাড়াও নেচার পার্কে থাকবে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের মডেল। এই সমস্ত প্রকল্প রূপায়িত হলে দিঘার জগন্নাথ ধামের সামনের অংশ যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে জগন্নাথ মন্দিরে চলছে শেষ পর্যায়ের কাজ। পূর্ত দফতরের তরফে মন্দিরের সামনে থেকে মাসির বাড়ি বা পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। চলছে রাস্তার দু’দিকে পেভার ব্লক বসানোর কাজ। দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানান, প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করা হয়েছে। দ্রুত পরিকল্পনা রূপায়ণে ধাপে ধাপে কাজ শুর হবে।

Latest article