প্রতিবেদন: পঁচিশে পা দিল পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির নাট্যমেলা(Natya Mela)। চলবে ৭-১৭ ডিসেম্বর। আয়োজক পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি ও রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগ। উদ্বোধনে সভাপতি দেবশঙ্কর হালদার বললেন, এই নাট্যমেলা আমাদের বলছে, তোমার মধ্যে যে তারুণ্য আছে, তার প্রকাশ ঘটাও। সঙ্গে যে অহংকার, উত্তেজনা নিয়ে কাজ করেছ তার সঙ্গে কিছু প্রজ্ঞা, অভিজ্ঞতা মিশিয়ে খানিকটা স্থিত হয়ে চারপাশটাকে সুন্দর করো। ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে নাট্যমেলায় (Natya Mela) বাংলার ১৬৩টি নাট্যদল অংশ নিচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিনার্ভা থেকে আলাদা থিয়েটার ফেস্টিভ্যালে এবার ৫০টি দল অংশ নিচ্ছে। মন্ত্রী ব্রাত্য বসু বলেন, শুধুমাত্র নাটকের জন্য রাজ্য সরকার এ-বছর ১ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয় করছে। এটা দেশে ব্যতিক্রম। নাট্যচর্চা কোন পথে এগোবে সে-নিয়ে বিতর্ক আছে। আবার এ-কথাও সত্য আকবর ছাড়া তানসেন হয় না, বিক্রমাদিত্য ছাড়া কালিদাস হয় না। আবার সাদাত হাসান মান্টোর মতো লেখক আছেন যিনি প্রতিষ্ঠান বিরোধী হয়ে নিজেই প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। অনুষ্ঠানে মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র কর্তৃক প্রকাশিত অধ্যাপক ব্রাত্য বসু সম্পাদিত চর্চা পত্রিকার বিশেষ সংখ্যা উদ্বোধন করেন ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, দেবশঙ্কর হালদার, অর্পিতা ঘোষ-সহ বিশিষ্টরা।
আরও পড়ুন-বন্দে মাতরম-আলোচনা, যুক্তিতর্কে আজ লোকসভায় ঝড় তুলবে তৃণমূল

