সামনেই পঞ্চায়েত ভোট (panchayat election)। আজ সোমবার জেলাশাসক এবং আইজি এসপি সিপিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব। সময়ের সাথে বাড়ছে ভোটপ্রচার (election campaign) আর সেই সঙ্গে চড়ছে রাজনৈতিক পারদ। ঈদ সামনে (Eid)। এদিনের বৈঠকে ইদের সময় সতর্ক থাকার কথা বলেন তিনি সবাইকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর অঞ্চলগুলি নিয়ে বিশেষ নজরদারি রাখার কথা বলেন মুখ্য সচিব।
আরও পড়ুন-মঙ্গলবার থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর বন্ধ
এদিন মুখ্যসচিব জানান ‘পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর অঞ্চলগুলিতে আপনাদের নজরদারি বাড়াতে হবে। যে যে অঞ্চলগুলিতে আগে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই অঞ্চলগুলি নিয়ে আপনারা সতর্ক থাকবেন। পুলিশকে চোখ কান খোলা রাখতে হবে নির্বাচনের আগে এবং নির্বাচনের সময়।’ সবমিলিয়ে ভোট নিয়ে কোনরকম আপস করতে রাজি না সরকার। সবরকম সতর্কতা অবলম্বন করেই এগোতে চাইছে নবান্ন।