রাজ্য সচিবালয় নবান্নে গিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ২৫ মিনিট বৈঠক হয়েছে তার।
এদিন নওশাদ নবান্নে যেতেই রাজ্য রাজনীতিতে কৌতূহলের স্রোত বইতে শুরু করেছে। নওশাদ (Nawsad Siddique) অবশ্য দাবি করেন, রাজনৈতিক বোঝাপড়া নিয়ে কোনও কথা হয়নি। তিনি বলেন, “বিধানসভাতেও এই বিষয়টি তুলেছিলাম যে এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না। ফেলে রাখছে। তাতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে।”
তাঁর দাবি, তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মেই অভিযোগ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন, ব্যাপারটা তিনি দেখবেন। পঞ্চায়েত সমিতি অবশ্যই বিধায়কের প্রস্তাবমতো এমএলএ ল্যাডের টাকা খরচ করবে।
এর আগেও একবার নবান্নে গিয়েছিলেন নওশাদ। তবে সেবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। কিন্তু আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়েছে। দীর্ঘ কথাও হয়েছে।