অধিনায়ক হিসেবে নজির, বিধ্বংসী কামিন্স, ইংল্যান্ড গুটিয়ে গেল ১৪৭ রানে

৩৯ বছর পর সেই রেকর্ড ছুঁলেন কামিন্স। নজির গড়লেন স্টার্কও। অ্যাসেজের ইতিহাসে দ্বিতীয় অস্ট্রেলীয় বোলার হিসেবে টেস্টের প্রথম বলেই উইকেট নিলেন।

Must read

ব্রিসবেন, ৮ ডিসেম্বর : অ্যাসেজের শুরুতেই মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং। বল হাতে জ্বলে উঠলেন অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলীয় ফাস্ট বোলারের বিধ্বংসী বোলিংয়ে গাব্বায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। অধিনায়ক হিসেবে অভিষেকে একাই ৫ উইকেট নিলেন কামিন্স।

আরও পড়ুন-দরাজ মুখ্যমন্ত্রী, বিড়ি শ্রমিকদের জন্য এবার হচ্ছে পৃথক হাসপাতাল

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কিন্তু প্রথম বলেই রোরি বার্নসকে বোল্ড করেন মিচেল স্টার্ক। সেই শুরু। তারপর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। কামিন্স, হ্যাজেলউডদের বোলিং বিক্রমের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইংলিশ ব্যাটিং। নীচের দিকে জোস বাটলার (৩৯), ওলি পোপ (৩৫), ক্রিস ওকসরা (২১) কিছু রান না পেলে আরও খারাপ হাল হত রুটবাহিনীর। মাত্র ৫০.১ ওভার স্থায়ী হয় ইংল্যান্ডের ইনিংস। কামিন্সের পাঁচ উইকেট ছাড়া বাকি দুই পেসার হ্যাজেলউড ও স্টার্ক দু’টি ও স্পিনার ক্যামেরন গ্রিন একটি উইকেট নেন।

আরও পড়ুন-মুর্শিদাবাদে পর্যটন সার্কিট

চা বিরতির সময় বৃষ্টি নামলে আর দিনের খেলা শুরু করা যায়নি। অস্ট্রেলিয়াও প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করতে পারেনি। বৃহস্পতিবার দ্বিতীয় দিন আধ ঘণ্টা আগে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে এবং তৃতীয় অধিনায়ক হিসেবে অ্যাসেজে এক ইনিংসে ৫ উইকেট নিলেন কামিন্স। এর আগে ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন জর্জ গ্রিফিন। অন্যদিকে, ১৯৮২ সালে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে অ্যাসেজে ৫ উইকেট নিয়েছিলেন বব উইলিস।

আরও পড়ুন-আম ও লিচুর সংরক্ষণে নতুন কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদে

৩৯ বছর পর সেই রেকর্ড ছুঁলেন কামিন্স। নজির গড়লেন স্টার্কও। অ্যাসেজের ইতিহাসে দ্বিতীয় অস্ট্রেলীয় বোলার হিসেবে টেস্টের প্রথম বলেই উইকেট নিলেন। এদিকে, দিনের নায়ক অস্ট্রেলীয় অধিনায়ক কামিন্স বলেছেন, ‘‘আমরা অবাক হয়েছি ইংল্যান্ডের প্রথম একাদশে স্টুয়ার্ট ব্রডকে না দেখে।’’

Latest article