গ্রাম-শহর জুড়ল এনবিএসটিসি

যাত্রী স্বাচ্ছন্দ্য ও গ্রাম্য এলাকার মানুষের সুবিধার্থে নকশালবাড়ি থেকে শিলিগুড়ি চালু হল উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাস পরিষেবা।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : যাত্রী স্বাচ্ছন্দ্য ও গ্রাম্য এলাকার মানুষের সুবিধার্থে নকশালবাড়ি থেকে শিলিগুড়ি চালু হল উত্তরবঙ্গ পরিবহণ নিগমের বাস পরিষেবা। মঙ্গলবার সকালে নকশালবাড়ি বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এনবিএসটিসির এই বাস পরিষেবা সূচনা করেন সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যরা। এতদিন নকশালবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত সরকারি বাসের কোনও পরিষেবা ছিল না।

আরও পড়ুন-বিদেশ যাওয়ার অনুমতি

যাত্রী স্বাচ্ছন্দ্য ও এলাকার মানুষদের সুবিধার কথা মাথায় রেখে বাস পরিষেবা চালু করা হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে সাতটায় নকশালবাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। চারবার নকশালবাড়ি থেকে শিলিগুড়ি যাতায়াত করবে। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, নকশালবাড়ি থেকে প্রতিদিন প্রচুর মানুষ শিলিগুড়িতে যান। এতদিন সরকারি ভাবে পরিবহণ পরিষেবা ছিল না। এবার এই পরিষেবা চালু হওয়ায় অনেক মানুষ উপকৃত হবেন। এছাড়াও পার্থবাবু বলেন, নকশালবাড়ি এলাকা সংলগ্ন পানিটাঙ্কি এলাকাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি জমি আছে। পুনরুদ্ধার করে কাজে লাগানো হবে।

Latest article