ফের চালু হচ্ছে এনবিএসটিসির ট্যাক্সিবাস পরিষেবা

Must read

প্রতিবেদন : পুজোর মরশুমে নতুন ভাবনা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC)। ফের ট্যাক্সি বাস পরিষেবা চালুর সিদ্ধান্তে নেওয়া হয়েছে সংস্থার তরফে। এর মাধ্যমে বাস ভাড়া নিয়ে পর্যটকরা পৌঁছে যেতে পারবেন গন্তব্যে। কয়েকমাস ট্যাক্সি বাস পরিষেবা বন্ধ ছিল। তবে পুজোর মরশুমে পাহাড়ে বহু পর্যটক আসেন। তাঁদের কথা মাথায় রেখে ফের এই পরিষেবা চালু করতে চলেছে এনবিএসটিসি (NBSTC)। একইসঙ্গে পুজো পরিক্রমার দিন বাড়ানো নিয়েও ভাবনাচিন্তা চলছে। গত বছর একদিন এই ব্যবস্থা ছিল। তবে এবার ভিড় এড়াতে সপ্তমীর আগে যে কোনও দু’দিন পরিক্রমার ব্যবস্থা করতে চাইছে নিগম। এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, প্যাকেজ ট্যুরগুলি চালু করা হচ্ছে। বিশ্বকর্মা পুজোর পর থেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবে। এতে খুশি হবেন পর্যটকেরাও।

আরও পড়ুন- ২৩ দিন পার, এখনও কাটেনি অনেক ধোঁয়াশা, মেলেনি উত্তর, এবার জবাব দিক সিবিআই

Latest article