এবার পরিবেশবান্ধব বাস চালাবে এনবিএসটিসি

পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের। ডিজেল নয়, পথে নামতে চলছে সিএনজি(কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) বাস।

Must read

রৌনক কুণ্ডু, কোচবিহার: পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের। ডিজেল নয়, পথে নামতে চলছে সিএনজি(কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) বাস। সব ঠিকঠাক থাকলে, ভোট-পর্ব মিটতেই ওই বাস চালানো শুরু করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, এই আধুনিক মানের বাসগুলি পরিবেশবান্ধব। কোন রুটে বাসগুলি চলবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-সৌগত, সায়ন্তিকা ও কাকলির হয়ে শেষ লগ্নে দেবের প্রচারে জনস্রোত

নভেম্বর মাসের মধ্যে আরও ২৮টি বাস আসবে সংস্থায়। সংস্থা জানিয়েছে, এই বাসগুলি একেবারেই আধুনিক মানের৷ বাসে বসার সিটগুলি তুলনামূলক আরামদায়ক। এছাড়াও চলার পথে এই বাসে দুলুনি কম অনুভব হবে যাত্রীদের৷ এই বাসগুলিতে যাত্রীদের জন্য আসন বরাদ্দ থাকবে ৫৪টি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের হাতে এতদিন প্রায় ৭৪২টি বাস থাকলেও সেগুলি ছিল ডিজেল চালিত৷ এবারই প্রথম সিএনজি বাস চলবে৷ নতুন যে আরও ৩০টি এই বাস আসতে চলেছে, সেগুলি হবে বিএস সিক্স মডেলের। আকারে বড়৷ কম সময়ে গন্তব্যে পৌঁছবে এই বাসগুলি। ডিজেল চালিত বাসগুলিতে যেখানে প্রতিমাসে জ্বালানি বাবদ কিলোমিটার প্রতি ব্যয় হত ২২ টাকা ৩৫ পয়সা, সেখানে সিএনজি বাসে কিলোমিটার প্রতি ব্যয় হবে মাত্র ১৬ টাকা ৩৫ পয়সা। এতে কিলোমিটার প্রতি ৬ টাকা করে সংস্থার সাশ্রয় হবে।

Latest article