মুম্বই : এবার নিজের গ্রেফতারির আশঙ্কা করছেন খোদ এনসিবি-কর্তাই। সেজন্য কোর্টের দ্বারস্থ হয়েছেন। শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। আদালতে এক হলফনামায় সমীর জানিয়েছেন, আরিয়ানকে গ্রেফতার করার পর থেকেই তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এমনকী, যেকোনও সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। আদালতে হলফনামা দেওয়ার পাশাপাশি এনসিবির জোনাল ডিরেক্টর সমীর মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়ুন : মোদির কেন্দ্র বারাণসী যাবেন তৃণমূলনেত্রী
পুলিশ কমিশনারকে সমীর বলেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করা হচ্ছে। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এইসব কাজ করছে। এমনকী, তাঁকে এবং তাঁর পরিবারকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাঁর মৃতা মায়ের মুসলিম ধর্ম পরিচয় টেনে এনেও অকারণ কুৎসা করা হচ্ছে। তাঁর আশঙ্কা, মিথ্যা অভিযোগের সূত্রে যে কোনও সময় তাঁকে গ্রেফতারও করা হতে পারে। আদালতের হলফনামায় বলা হয়েছে, আরিয়ানের বিরুদ্ধে যাঁরা তদন্ত করছেন তাঁদের সবাইকে ভয় দেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে হুমকি। কখনও সাক্ষীদের প্রভাবিত করে তদন্তের গতিপ্রকৃতি নষ্ট করার চেষ্টা চলছে। এনসিবির ওই হলফনামা ইতিমধ্যে আদালতে গৃহীত হয়েছে। রবিবার সমীরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন কিরণ পি গোসাভির দেহরক্ষী প্রভাকর সইল। তিনি বলেন, মাদক মামলায় ১৮ কোটি টাকা ঘুষ দেওয়া দেওয়া হচ্ছে। যার মধ্যে ৮ কোটি টাকা সমীরের কাছে যাবে বলে তিনি জানেন। তাঁকে দিয়ে জোর করে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ ভিত্তিহীন জানিয়ে মামলার হুঁশিয়ারি দিয়েছেন এনসিবি-কর্তা।