বৃষ্টি পড়ছে তার ফলে জল জমে কাদা হয়ে আছে পুরো এলাকা। তার মধ্যেই পুশ-আপ (Push Up)দেওয়ার পজিশনে শুয়ে রয়েছে আট যুবক। কিন্তু হাতের বদলে, তাদের ভর দিতে হয়েছে মাথায়। তাদের পিছনে রয়েছে এক যুবক একটি মোটা লাঠি নিয়ে রয়েছে। এক এক করে উপুর হয়ে থাকা আট যুবকের নিতম্বে সেই লাঠি দিয়ে আঘাত করছে । এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-বৃষ্টিভেজা লক্ষ্মী, গণেশকে নিয়ে চিন্তায় শিল্পীরা
প্রহারকারী এবং ওই আট যুবকের প্রত্যেকেই মুম্বই এর থানের বান্দোদকর কলেজের। জানা গিয়েছে তারা ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) বা এনসিসি-র প্রশিক্ষণ নেন।
আরও পড়ুন-রণক্ষেত্র বেহালা, লরির ধাক্কায় মৃত্যু ৫ বছরের শিশু ও তার বাবার
ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাঠি হাতে যে ব্যক্তিকে ওই যুবকদের প্রচন্ড প্রহার করছে। সে এনসিসি-র একজন সিনিয়র ক্যাডেট বলে জানা গিয়েছে। সে বাকি ক্যআডেটদের একটি কঠিন শারীরিক অনুশীলন করতে দিয়েছিলেন। তারা সেটি পারেনি তারা তাই ওই এনসিসি ক্যাডেটদের সঙ্গে এই আচরণ করে সে। মারধরের জেরে বেশ কয়েকজন ক্যাডেটকে কান্নাকাটি করতে দেখা যাচ্ছে সেই ভিডিওতে। আড়াল থেকে এই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন ওই কলেজের এক ছাত্র। ভিডিয়োটি ভাইরাল হতেই প্রশ্নের মুখে কলেজ কর্তৃপক্ষ। কলেজ চত্বরে কিভাবে কোন ছাত্র, এনসিসি প্রশিক্ষণের নামে অন্য ছাত্রদের সঙ্গে বর্বরোচিত আচরণ করতে পারল, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।