অগ্নিবীরের পুনর্বিবেচনা চাইছে এনডিএ শরিকরা

একাধিক রাজ্যে এই প্রকল্পের প্রতিবাদে মুখর হয়েছিলেন তরুণরা। তাঁদের যথেষ্ট ক্ষোভ রয়েছে এখনও। তাই আমরা এর পুনর্বিবেচনা চাইছে।

Must read

প্রতিবেদন: মোদির অগ্নিবীর প্রকল্পের কার্যত বিরোধিতায় নামছে এনডিএরই শরিক দলের নেতারা। নীতীশ কুমারের জেডিইউ এবং কুমারস্বামীর জেডিএস এব্যপারে রীতিমতো সরব হচ্ছে। দুটি দলই দাবি করেছে অগ্নিবীর প্রকল্পের পর্যালোচনা এবং পুনর্বিবেচনা। ফলে গভীর অস্বস্তিতে নরেন্দ্র মোদি।

আরও পড়ুন-তিহাড়ে বন্দি-সংঘর্ষ, প্রশ্নে নিরাপত্তা

জেডিইউ নেতা কে সি ত্যাগীর বক্তব্য, দল সশস্ত্রবাহিনীতে নিয়োগের প্রকল্প অগ্নিবীরের পর্যলোচনা চাইবে। একাধিক রাজ্যে এই প্রকল্পের প্রতিবাদে মুখর হয়েছিলেন তরুণরা। তাঁদের যথেষ্ট ক্ষোভ রয়েছে এখনও। তাই আমরা এর পুনর্বিবেচনা চাইছে। শুধু অগ্নিবীর প্রকল্পই নয়, অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও নতুন করে আলোচনা চায় এনডিএর বিভিন্ন শরিক দলের নেতৃত্ব। লোক জনশক্তি পার্টিও অগ্নিবীর নিয়ে তাদের তীব্র আপত্তির কথা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই।

Latest article