প্রতিবেদন: বছরে ২ কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতা দখল করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু ক্ষমতায় এসে চাকরি দেওয়া তো দূরের কথা, বরং মোদি জমানায় (Narendra Modi era) ক্রমশই কাজ হারিয়েছেন মানুষ। পাশাপাশি বেড়েছে চুক্তিভিত্তিক নিয়োগ। এটা কোনও বিরোধী দলের অভিযোগ নয়। বরং সরকারি রিপোর্টেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০১২-’১৩ সাল থেকে শুরু করে ২০২১-’২২ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থায় কর্মসংস্থান নিয়ে সমীক্ষা করে পাবলিক এন্টারপ্রাইজ সার্ভে। তাদের রিপোর্টেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মী সংকোচনের এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা, বিধিবদ্ধ কর্পোরেশন এবং যে সমস্ত জায়গায় সরকারের ৫০ শতাংশের বেশি অংশীদারিত্ব রয়েছে সেখানে এই সমীক্ষা করা হয়েছিল। ওই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৩-এর মার্চে যেখানে কর্মীর সংখ্যা ছিল ১৭.৩ লাখ ২০২২-এর মার্চে তা কমে দাঁড়িয়েছে ১৪.৬ লাখ। তবে শুধু কর্মী-সংকোচন হওয়াই নয়, পরিবর্তন হয়েছে কাজের চরিত্রেও। ২০১৩-এর মার্চে মোট কর্মচারীর ১৭ শতাংশ ছিলেন চুক্তিভিত্তিক শ্রমিক। ২.৫ শতাংশ ছিলেন অস্থায়ী বা দৈনিক মজুর হিসেবে নিযুক্ত। কিন্তু ২০২২ সালে চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। অস্থায়ী দিনমজুরের সংখ্যা বেড়ে হয়েছে ৬.৬৬ শতাংশ। ২০১৩ সালে মার্চ মাসে যেখানে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীর সংখ্যা ছিল সবমিলিয়ে ১৯ শতাংশ ২০২২ এই সেটা বেড়ে হয়েছে ৪২.৫ শতাংশ ।
আরও পড়ুন- মণিপুর নিয়ে জরুরি বৈঠকের দাবি