কড়া আইন করে ১৫ দিনের মধ্যে ধর্ষকদের শাস্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

সারা দেশে নারীনির্যাতনের ঘটনা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : সারা দেশে নারীনির্যাতনের ঘটনা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী (chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে এই ধরনের ঘটনা আটকাতে কঠোর আইনের পক্ষে তিনি সওয়াল করেছেন। একই সঙ্গে ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করে এ-ধরনের ঘটনায় দোষীদের ১৫ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। বিকেলে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিকদের সেই চিঠি পড়ে শোনান।

আরও পড়ুন-চিকিৎসা আর বিচারব্যবস্থায় ধর্মঘট করা যায় না, বার্তা সুপ্রিম কোর্টের

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গোটা দেশ জুড়ে যেভাবে ধর্ষণ ও শ্লীলতাহানি ঘটছে তা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন দেশে গড়ে ৯০ জন মহিলার ধর্ষণের ঘটনা ঘটছে। এতে দেশ ও সমাজের আত্মবিশ্বাস টলে যাচ্ছে। তাই এর অবসান ঘটানো জরুরি।’ নিজের এক্স হ্যান্ডেলেও এই চিঠি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এ-জন্য একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন করা উচিত। যাতে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হয়। এইসব ঘটনার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গড়ে তোলা দরকার। যাতে ১৫ দিনের মধ্যে শুনানি শেষ করা যায়।

Latest article