নিজের সংস্থার নাম ঘোষণা করলেন নীরজ

Must read

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : জোড়া অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়ার (Neeraj Chopra) নতুন ইনিংস। সোমবার নিজস্ব অ্যাথলিট ম্যানেজমেন্ট সংস্থা— ‘ভেল স্পোর্টস’-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। নতুন সংস্থার পথচলার কথা ঘোষণার আগে অবশ্য জেএসডব্লু স্পোর্টসের সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন নীরজ। ২০১৬ সালে জেএসডব্লু স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।
এদিন এক বিবৃতিতে নীরজ (Neeraj Chopra) জানিয়েছেন, জেএসডব্লু স্পোর্টস ও আমার গত এক দশকের পথচলা ছিল সমৃদ্ধি, বিশ্বাস এবং কৃতিত্বের। জেএসডব্লু স্পোর্টস আমার কেরিয়ার গড়ে দিয়েছে। ওদের সমর্থন এবং দূরদৃষ্টির জন্য আমি কৃতজ্ঞ। এই অধ্যায়ের অবসান ঘটলেও আমার পরবর্তী সফরেও একই মূল্যবোধ আমি বহন করব। আর সেই সফর হবে আমার নিজস্ব সংস্থা ভেল স্পোর্টসের সঙ্গে।
প্রসঙ্গত, জেএসডব্লু স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধে ২০২১ টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন নীরজ। যা এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সবথেকে বড় সাফল্য। এরপর ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে রুপো জেতেন তিনি। যদিও ২০২৬ সালে নীরজ কবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুরনো চোট ভোগাচ্ছে সোনার ছেলেকে। এদিকে, বছরের শেষদিকে রয়েছে এশিয়ান গেমস। যা জাপানের মাটিতে শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। আপাতত নীরজ রিহ্যাব করছেন।

আরও পড়ুন-গঙ্গাসাগর সেতুর শিলান্যাস ৯৬ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

Latest article