এবার ডায়মন্ড লিগে ভালো ফল চান নীরজ

Must read

নয়াদিল্লি: দীর্ঘ দিন পর ট্র্যাকে ফিরেই ছন্দে নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্রথমে পাভো নুরমি গেমসে নিজেরই জাতীয় রেকর্ড ভেঙে রুপো জিতেছিলেন। শনিবার রাতে ফিনল্যান্ডের আরেকটি টুর্নামেন্ট কুয়োটেন গেমসে ৮৬.৬৯ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছেন নীরজ। টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজের পাখির চোখ এবার ডায়মন্ড লিগ। ৩০ জুন স্টকহোমে শুরু হবে এই টুর্নামেন্ট।

নীরজ (Neeraj Chopra) বলছেন, ‘‘এই মুহূর্তে খুব ভাল ছন্দে আছি। ডায়মন্ড লিগেও এই ফর্ম বজায় রাখতে চাই।” অলিম্পিকে সোনা জয়ের পর একাধিক সাক্ষাৎকারে নীরজ জানিয়েছেন, তাঁর লক্ষ্য ৯০ মিটার দূরত্ব অতিক্রম করা। তবে এখনও পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছতে পারেননি। তাঁর সেরা পারফরম্যান্স ৮৯.৩০ মিটার।
ডায়মন্ড লিগে কি ৯০ মিটারের লক্ষ্য ছুঁতে পারবেন? নীরজ বলছেন, ‘‘দেখা যাক। ডায়মন্ড লিগে ভাল ফল করার জন্য আমি মুখিয়ে রয়েছি। ট্র্যাকে নেমে নিজের সেরাটাই দেব।”
এদিকে, কুয়োটেন গেমসে সোনা পেলেও নীরজের থ্রো প্রত্যাশামাফিক হয়নি। প্রথম থ্রোতেই ৮৬.৬৯ মিটার ছুঁড়লেও, নীরজের দ্বিতীয় এবং তৃতীয় থ্রো ফাউল হয়। যদিও তাতেও তাঁর সোনা জয় আটকায়নি।

আরও পড়ুন: এশিয়ান সাইক্লিংয়ে ভারতের ১০ পদক

নীরজ বলছেন, ‘‘আবহাওয়া অনুকূলে ছিল না। টানা বৃষ্টিতে ট্র্যাক পিছল হয়ে গিয়েছিল। ওই পরিস্থিতিতে নিজের পারফরম্যান্স নিয়ে আমি খুশি। সবচেয়ে বড় কথা, এটা চলতি মরশুমে আমার প্রথম সোনা। সামনে ডায়মন্ড লিগ, কমনওয়েলথ গেমস রয়েছে। মরশুমের শেষ পর্যন্ত এই ছন্দ ধরে রাখতে চাই।”

Latest article