খেলা

এশিয়ান গেমসেও জ্যাভলিনে সোনা পেলেন নীরজ চোপড়া

‘সোনার টুকরো’ ছেলের ঝুলিতে আরও এক সোনা। এশিয়ান গেমসে (Asian Games- Neeraj Chopra) আবারও সোনা পেলেন নীরজ চোপড়া। বুধবার ৮৮.৮৮ মিটার জ্যাভনিল ছুড়ে সোনা পেলেন তিনি। এছাড়া রুপোও এল ভারতের ঘরে। ওড়িশার কিশোর জেনা জ্যাভলিন ছুড়লেন ৮৭.৫৪ মিটারে। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুই এল ভারতের কাছে।

স্টার্ট লিস্টে দ্বিতীয় স্থানে ছিল নীরজের (Asian Games- Neeraj Chopra) নাম। চার নম্বরে ছিলেন কিশোর। নীরজের প্রথম প্রয়াস ঘিরে বেশ সমস্যা হয়। প্রযুক্তিগত কারণে সেই প্রয়াসের পরিমাপই করা যায়নি। বুধবার তাঁর প্রথম থ্রোয়ের পরেই ত্রুটি হয় উদ্যোক্তাদের তরফে। ১৩ মিনিট অপেক্ষা করেও জানা যায়নি কত দূরে জ্যাভলিন ছুড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই থ্রো বাতিল হয়ে যায়। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নীরজ। প্রথম প্রয়াসে নীরজ ৮২.৩৮ মিটার ছোড়েন। কিশোর ছোড়েন ৮২.১৬ মিটার। প্রথম রাউন্ডের শেষে দু’জনেই প্রথম দুটি স্থানে ছিলেন। ইভেন্ট শেষ হওয়ার আগে এক বার জায়গা বদল ছাড়া যার বিশেষ পরিবর্তন হয়নি। দ্বিতীয় প্রয়াসে তিনি ছোড়েন ৮৪.৪৯ মিটার। নীরজের প্রথম থ্রো বাতিল হয়ে যাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন।কারণ, নীরজ প্রথম দিকের থ্রো-তেই সব থেকে দূরে ছোড়েন।

আরও পড়ুন- অভিষেকের পাশে ইন্ডিয়া, দিল্লিতে তৃণমূল সাংসদদের ওপর হামলার নিন্দায় সরব বিরোধী জোটের দলগুলির

এদিন ভারতের অন্য জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনার জন্যেও লড়াই করতে দেখা গেল নীরজকে। নীরজের তৃতীয় প্রয়াস ফাউল হয়। কিন্তু তৃতীয় প্রয়াসেই নীরজকে টপকে যান কিশোর। তিনি ছোড়েন ৮৬.৭৭ মিটার। প্রথম তিনটি রাউন্ডের পর বাদ পড়েন বাকি ছ’জন খেলোয়াড়।কিশোর তাঁকে টপকে যেতেই সেরাটা বেরিয়ে আসে নীরজের। চতুর্থ প্রয়াসে তিনি ৮৮.৮৮ মিটার ছোড়েন। কিশোরকে টপকে আবার প্রথম স্থানে চলে আসেন তিনি। এ বার ওড়িশার কিশোর এসে জড়িয়ে ধরেন নীরজকে। চতুর্থ প্রয়াসে কিশোরের দূরত্ব ছিল ৮৭.৫৪ মিটার। পঞ্চম প্রয়াসে নীরজ ৮০.৮০ মিটার ছুড়লেও কিশোরের প্রয়াস ফাউল হয়।যেমন নীরজের ষষ্ঠ প্রয়াস ফাউল হয়। কিন্তু তাতে তাঁর অবস্থানের কোনও বদল হয়নি। শেষ প্রয়াস ছিল কিশোরের। কিন্তু তিনি নীরজকে টপকে যাওয়ার কোনও চেষ্টাই করেননি। তাঁর ষষ্ঠ থ্রো ফাউল হয়।

এশিয়ান গেমসে ২০১৮ সালে সোনা জিতেছিলেন নীরজ। এর পর অলিম্পিক্সেও সোনা জেতেন তিনি। এ বারের এশিয়ান গেমসেও সোনা এল তাঁর ঝুলিতে। আরও একবার তিনি দেশকে গর্বিত করলেন।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

23 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

27 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

36 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

41 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

50 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago