হাতছাড়া সোনা, রুপোতেই থামলেন নীরজ

Must read

প্যারিস, ৮ অগাস্ট : অলিম্পিক জ্যাভলিনে ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতার ছায়া। বন্ধু আরশাদ নাদিমের কাছে সোনা হারালেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিওর সোনার পর প্যারিসে জ্যাভলিন থেকে রুপো। অলিম্পিকে সোনা ধরে রাখতে না পারলেও মরশুমের সেরা থ্রো (৮৯.৪৫) করে দ্বিতীয় হলেন নীরজ। সোনার ছেলের সোনা না এলেও তাতেও ইতিহাস। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে জোড়া পদক জয়ের নজির গড়লেন নীরজ।

নীরজের (Neeraj Chopra) রুপো জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে রুপো জয়ের জন্য নীরজ চোপড়াকে আন্তরিক অভিনন্দন। কী অসাধারণ পারফরম্যান্স সোনার ছেলের। গোটা দেশ এই অসাধারণ জয়ের উৎসবে মেতে উঠবে।’’

আরও পড়ুন- আজ থেকে ইন্ডোরে শুরু বাংলার ফল ও খাদ্য উৎসব

দিনটা ছিল নাদিমের। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার ফাইনালে ছ’টি থ্রোয়ের মধ্যে দু’টিতেই ৯০ মিটার দূরত্ব পার করলেন। প্রথম থ্রো ফাউল হওয়ার পর দ্বিতীয়বারে ৯২.৯৭ মিটার থ্রো করেই সোনা নিশ্চিত করে ফেলেন নাদিম। দৈত্যাকার থ্রোয়ে গড়ে ফেলেন নতুন অলিম্পিক রেকর্ড। পাক তারকা শেষ থ্রো করেন ৯১.৭৯ মিটারের। ব্রোঞ্জ পেলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

ফাইনালে নীরজের শুরুটা ভাল হয়নি। প্রথম থ্রো করতে গিয়ে পড়ে যান। দাগে পা পড়ে যাওয়ায় থ্রো বাতিল হয়। দ্বিতীয় থ্রো ভাল করে লড়াইয়ে ফিরতে মরিয়া ছিলেন নীরজ। নাদিম রেকর্ড দূরত্বে থ্রো করায় চাপ বেড়ে যায় ভারতীয় তারকার উপর। দ্বিতীয় থ্রো ভাল করেন নীরজ। মরশুমের সেরা থ্রোয়ে ৮৯.৪৫ মিটার পার করেন। তখনও সোনা অনেক দূর। পরপর তিনটি ফাউল থ্রো করায় সোনা ধরে রাখার কাজটা আরও কঠিন হয়ে পড়ে নীরজের কাছে। শেষ থ্রোয়ে আর নাদিমকে টপকে রেকর্ড হয়নি।

Latest article