নয়াদিল্লি, ২৫ এপ্রিল : ভারতীয় অ্যাথলেটিক্সকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন তিনি। অলিম্পিক অ্যাথলেটিক্সে দেশকে প্রথম সোনা এনে দেওয়া সেই নীরজ চোপড়ার দেশপ্রেম নিয়েই প্রশ্ন তুলছিলেন অনেকে। পহেলগাঁও-কাণ্ডের মুখে পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে ভারতের ইভেন্টে নামার আমন্ত্রণ জানানো নিয়েই ক্ষুব্ধ জনতা। গত কয়েকদিন ধরে সমাজমাধ্যমে নীরজ এবং তাঁর পরিবারকে কটূক্তি করা হচ্ছিল। শুক্রবার তার কড়া জবাব দিয়েছেন নীরজ। অবাক হয়েছেন তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায়।
সমাজমাধ্যমে পোস্ট করে নীরজ লিখেছেন, ‘‘আর্শাদ নাদিমকে এনসি ক্লাসিকে নামার আমন্ত্রণ জানিয়েছি বলে প্রচুর কথা হচ্ছে। চারদিকে শুধু ঘৃণা আর কটূক্তি। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না। আমি একজন ক্রীড়াবিদ। তাই আর্শাদকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এর চেয়ে বেশি কিছু নয়। আমার লক্ষ্য ছিল, বিশ্বের সেরাদের ভারতের ইভেন্টে আনা। সবার কাছেই সোমবার আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম। পহেলগাঁওয়ের ঘটনার আগেই আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, এরপর আর্শাদের এই ইভেন্টে নামার প্রশ্নই ওঠে না।’’
আরও পড়ুন-দুর্গাপুর ব্যারেজের রাস্তা মেরামতির জন্য গড়া বিকল্প পথে শুরু পরীক্ষামূলক ছোট গাড়ি চলা
নীরজ পোস্টে আরও লেখেন, ‘‘আমি খুব কম কথার মানুষ। অনেক ভুল তথ্য দেখতে পাচ্ছি। আমি চুপ করে আছি বলে সেগুলো সত্যি হয়ে যাবে না। আর কোনও ভুল দেখলে কথা বলব না, এটাও হয় না। যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন চুপ করে থাকা যায় না। এত বছর ধরে গর্বের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে আসছি বিশ্বমঞ্চে। এখন আমার সততা, দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠছে দেখলে কষ্ট হয়। আমাকে এমন মানুষদের কাছে নিজের ব্যাখ্যা দিতে হচ্ছে, যাঁরা আমাকে এবং আমার পরিবারকে লক্ষ্য করে কোনও যুক্তি ছাড়াই খারাপ কথা বলছেন। আমরা খুবই সহজ সাধারণ মানুষ, দয়া করে আমাদের অন্য কিছুতে জড়াবেন না। আমার কাছে দেশ সবার আগে। যাঁরা নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। পহেলগাঁওয়ে যা ঘটেছে, তা নিয়ে গোটা দেশের মতো আমিও শোকাহত এবং ক্ষুব্ধ। আমার দেশ ঠিক এর জবাব দেবে এবং শক্তি প্রদর্শন করবে।’’
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…