নয়াদিল্লি, ২২ অক্টোবর : প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড সোনা জিতেছিলেন। সেই নীরজ চোপড়ার মুকুটে যোগ হল আরও একটি পালক। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জোড়া অলিম্পিক পদকজয়ীকে দেওয়া হল সাম্মানিক লেফটেন্যান্ট জেনারেল পদ। আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করার জন্য নীরজকে এই সম্মান দেওয়া হল। বুধবার দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে নীরজকে এই সম্মানিক পদ দেওয়া হয়।
আরও পড়ুন-দার্জিলিংয়ে খাদে পড়ল গাড়ি, মৃত ৪, উদ্ধার এক মা-হারা শিশু
প্রসঙ্গত, ১০১৬ সালেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন নীরজ। নায়েব সুবেদার হিসাবে জুনিয়র কমিশনের অফিসে যোগ দিয়েছিলেন তিনি। ২০২১ সালে তিনি সুবেদার পদে উন্নীত হন। এবার তো তাঁর দায়িত্ব আরও বাড়ল। জানা গিয়েছে, নীরজের এই নিয়োগ চলতি বছরের ১৬ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে। ২০২০ সালে টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিনে সোনা জেতার পর, গত বছর টোকিও অলিম্পিকে রুপো জিতেছেন নীরজ। এর আগে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ২০২২ সালে ডায়মন্ড লিগেও সোনা জিতেছিলেন। পরের বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন ২৭ বছর বয়সি অ্যাথলিট। তবে চলতি বছরে টোকিওতে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থানে শেষ করে হতাশ করেছিলেন নীরজ।