দোহা, ১৬ মে : অবশেষে ৯০ মিটারের লক্ষ্যভেদ করে ইতিহাস নীরজ চোপড়ার। কেরিয়ারে প্রথমবার ৯০ মিটারের উপর দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে স্বপ্নপূরণ জোড়া অলিম্পিক পদকজয়ী বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় তারকার। শুক্রবার দোহা ডায়মন্ড লিগে সাড়া জাগিয়ে মরশুম শুরু করেও হৃদয় ভাঙল নীরজের। ভারতের সোনার ছেলের ৯০.২৩ মিটার থ্রোয়ের দূরত্ব শেষ রাউন্ডে টপকে গেলেন জুলিয়ান ওয়েবার। জার্মান তারকা জ্যাভলিন ছুঁড়লেন ৯১.০৬ মিটার।
আরও পড়ুন-আজ থেকে টানা দু’দিন সেনাসম্মান-শহিদতর্পণ
স্বপ্নপূরণের দিনেও দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। দোহায় এদিন প্রথম থ্রোয়েই বছর শেষের টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার ছাড়পত্র আদায় করে নেন নীরজ। ছোঁড়েন ৮৮.৪৪ মিটার। বুঝিয়ে দেন চোট সারিয়ে নতুনভাবে নিজেকে মেলে ধরছেন ট্র্যাকে। দ্বিতীয় থ্রোয়ে ফাউল হয়। তৃতীয় থ্রোয়েই ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন। পৌঁছে যান পরের রাউন্ডে। এর আগে ৮৯.৯৪ মিটার থ্রো ছিল নীরজের সর্বোচ্চ। এরপর বাকিদের থেকে সারাক্ষণ এগিয়েই ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ওয়েবার শেষ রাউন্ডে বাজিমাত করলেন। তবে ৯০ মিটারের চিন্তা দূর হওয়ায় এখন অনেক চাপমুক্ত থেকে ট্র্যাকে নামবেন নীরজ। জ্যাভলিনে বিশ্বরেকর্ডধারী চেক কিংবদন্তি জান জেলেজনিকে কোচ করে এনে প্রথম টুর্নামেন্টেই ৯০ মিটার দূরত্ব পেরোলেন নীরজ। টোকিওর বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমসের আগে নীরজ-জেলেজনি জুটিকে নিয়ে আশায় বুক বাঁধবে দেশের