অস্ট্রাভা, ২৩ জুন : প্যারিস ডায়মন্ড লিগে সেরা হওয়ার পর, নীরজ চোপড়ার (Neeraj Chopra) পাখির চোখ এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। চলতি বছরের সেপ্টেম্বরে টোকিওতে শুরু হবে টুর্নামেন্ট। জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা সাফ জানাচ্ছেন, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতাই তাঁর প্রধান লক্ষ্য।
চেক প্রজাতন্ত্রের অস্ট্রাভা শহরে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গোল্ডেন স্পাইক অ্যাথলেটিক্স মিট। ২৭ বছর বয়সি নীরজ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। সোমবার মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘‘এই বছর আমার প্রধান লক্ষ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে টোকিওতে হবে টুর্নামেন্ট। ওখানেই বছরের সেরা পারফরম্যান্স করতে চাই।’’ প্রসঙ্গত, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই একটি সোনা এবং একটি রুপো জিতেছেন নীরজ (Neeraj Chopra)। ২০২২ সালে ইউজিনে আয়োজিত টুর্নামেন্টে রুপো পেলেও, পরের বছর বুদাপেস্টে আয়োজিত চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন।
প্যারিস অলিম্পিকে সোনা হাতছাড়া হওয়ার পর, চেক কিংবদন্তি ইয়ান জেলেজনিকে ব্যক্তিগত কোচ করেছিলেন নীরজ। জ্যাভলিনের ইতিহাসে সবথেকে বেশি দূরে (৯৮.৪৮ মিটার) ছোঁড়ার বিশ্বরেকর্ড রয়েছে জেলেজনির। টানা তিনটি অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। জেলেজনিকে কোচ করার সুফলও পেয়েছেন নীরজ। দোহা ডায়মন্ড লিগে কেরিয়ারে প্রথমবার ৯০ মিটারের বেশি (৯০.২৩ মিটার) জ্যাভলিন ছুঁড়েছেন। প্যারিস ডায়মন্ড লিগে সেরা হয়েছেন। নীরজ বলছেন, ‘‘জেলেজনির মতো কিংবদন্তিকে কোচ হিসাবে পেয়ে আমি আনন্দিত। এর মধ্যেই ৯০ মিটারের বেশি ছুঁড়তে পেরেছি। উনি আমার টেকনিকে সামান্য বদল করেছিলেন। তার সুফল পেয়েছি। দেখা যাক, ভবিষ্যতে আরও কী অপেক্ষা করছে। এবার অস্ট্রাভাতে নিজের সেরাটা দিতে চাই।’’
নীরজ আরও বলেছেন, ‘‘মানসিক ও শারীরিকভাবে খুব ভাল জায়গায় আছি। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতেই হবে, এই চাপটা আর নেই। তবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব।’’
আরও পড়ুন-নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস অ্যান্ড অন্ত্রপ্রেনিয়রশিপ বিল গৃহীত হল
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…