ভুবনেশ্বর, ১৫ মে : সম্প্রতি দোহায় ডায়মন্ড লিগের ফাইনালে তাঁর সোনা হাতছাড়া হয়েছিল মাত্র দুই সেন্টিমিটারের জন্য। এই আক্ষেপ বুধবার তিনি মিটিয়ে নিলেন ওড়িশায় ফেডারেশন কাপের (Federation cup) ফাইনালে জিতে। পুরুষদের জ্যাভলিন ইভেন্টে ডি পি মনুকে পিছনে ফেলে সোনা জিতলেন নীরজ চোপড়া।
আরও পড়ুন- গুজরাতকে হারালেই প্লে-অফে সানরাইজার্স
এদিন টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ জ্যাভলিন ছুঁড়েছেন ৮২.২৭ মিটার। মনু ছুঁড়েছেন ৮২.০৬ মিটার। ফাইনাল থ্রোয়ে কিশোর জেনা ৭৫.৪৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে তৃতীয় স্থানে শেষ করেছেন। যদিও প্রথম রাউন্ডে মনুর থেকে পিছিয়ে ছিলেন নীরজ। নীরজের থ্রো ছিল ৮২ মিটার। নীরজ এবং মনু লড়াইয়েও থাকলেও ঘরের মাঠে খেলার কোনও সুযোগই নিতে পারেননি কিশোর। তিনটি থ্রোয়েই ৭৫ মিটারের মধ্যে আটকে থাকেন তিনি। এদিকে তিন বছর পর ভারতের মাটিতে জ্যাভলিন প্রতিযোগিতায় সোনা জিতলেন নীরজ। তবে সোনা জিতলেও স্বপ্ন পূরণ হল না তাঁর। কারণ নীরজের লক্ষ্য ছিল ৯০ মিটার। প্রসঙ্গত, তুরস্ক এবং দক্ষিণ আফ্রিকায় অনুশীলন সেরে ডায়মন্ড লিগ ও ফেডারেশন কাপকেই প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখেছিলেন নীরজ। ডায়মন্ডে লিগে নীরজ জ্যাভলিন ছোঁড়েন ৮৮.৩৬ মিটার।