তুর্কু, ১৮ জুন : প্যারিস অলিম্পিকের আগেই ছন্দে নীরজ চোপড়া। মঙ্গলবার ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে জ্যাভলিনে সোনা জিতলেন তিনি। তবে এবারও ৯০ মিটার ছোঁড়া হল না নীরজের। ৮৫.৯৭ মিটার দূরত্ব অতিক্রম করেই সোনা জিতলেন ভারতের সোনার ছেলে। চোটমুক্ত থাকার জন্য সম্প্রতি গোটা দুয়েক টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নীরজ। কিন্তু ট্র্যাকে ফিরেই ফের সেরা হলেন।
আরও পড়ুন-আজ শুরু বিশ্বকাপের সুপার এইট, বিধ্বংসী পুরানে বিদ্ধ আফগানরা
২০২২ সালে এই নুরমি গেমসেই অলিভার হিলেন্ডারের কাছে হেরে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজকে। চোটের কারণে গত বছর এই টুর্নামেন্টে অংশ নেননি। তবে এবার ফিরেই সোনা জিতলেন। প্রথম থ্রোয়ে ৮৩.৬২ মিটার দূরত্ব পার করেন নীরজ। দ্বিতীয় প্রয়াসে ছোঁড়েন ৮৩.৯৬ মিটার। আর তৃতীয় প্রয়াসে ৮৫.৯৭ মিটার ছুঁড়ে নিজেকে বাকিদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। শেষ দুটি থ্রো ফাউল হয়। ৮৪.১৯ মিটার ছুঁড়ে রুপো পেয়েছেন ফিনল্যান্ডের টনি কেরানেন। ৮৩.৯৬ মিটার ছুঁড়ে তৃতীয় হয়েছেন ফিনল্যান্ডেরই অলিভার হিলেন্ডার।