পরীক্ষার দু’ঘণ্টা আগে তৈরি হবে নিট–পিজির প্রশ্ন

Must read

প্রতিবেদন : প্রশ্নফাঁসের দুর্নীতিতে বিপর্যস্ত কেন্দ্র। সংস্থার মাথা থেকে অধস্তন কর্মী সকলেই কমবেশি জড়িত নিটের প্রশ্নফাঁস কাণ্ডে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জানা গেল নিট-পিজির (NEET-PG exam) প্রশ্ন তৈরি হবে পরীক্ষা শুরুর ঠিক দু’ঘণ্টা আগে। চলতি মাসেই নেট-পিজি পরীক্ষা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে সাইবার অপরাধ দমন বিভাগের আধিকারিকদের বৈঠকের পরে প্রশ্নফাঁসের সম্ভাবনা এড়াতে পরীক্ষার দু’ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। গত ২৩ জুন স্নাতকোত্তর স্তরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা  (NEET-PG exam) হওয়ার কথা থাকলেও প্রশ্নফাঁসের আশঙ্কায় ২৪ ঘণ্টা আগেই তা বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন-অগ্নিগর্ভ কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, মৃত ৩৯, আটক ৬২৭

Latest article