নিট কেলেঙ্কারি, পান্ডাদের ধরতে পারল না কেন্দ্র

Must read

প্রতিবেদন : এখনও অধরা বিহারে নিটের (NEET Scam) প্রশ্ন ফাঁসের কিংপিন সঞ্জীব মুখিয়া। তবে তার সম্পর্কে যেভাবে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে তাতে কেন্দ্রের অপদার্থতার অবয়ব যেন আরও বেশি করে স্পষ্ট হচ্ছে। ফাঁস হচ্ছে এনটিএ-র কুকীর্তি। প্রশ্নফাঁস চক্র চালানোর জন্য রীতিমতো দল তৈরি করেছিল সঞ্জীব। নাম দিয়েছিল ‘মুখিয়া সলভার গ্যাং’। এই গ্যাংয়ের মাধ্যমেই বিহারের কৃষি কলেজের প্রশ্ন ফাঁস করেছিল সে। শাগরেদ করে নিজের ছেলে শিব ও ভাগনে রকিকে। বিহারে রাজনৈতিক ময়দানে অবাধ বিচরণের দরুন খুল্লাম খুল্লা প্রশ্নফাঁসের কাণ্ড চালিয়ে যেতে থাকে। পেশায় চিকিৎসক শিব বাবাকে সবরকম ভাবে সাহায্য করতে থাকে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস করতে। যদিও এখন পুলিশের আতশকাচের তলায় পড়ে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের (NEET Scam) ঘটনায় জেলে রয়েছে শিব। ২০১৬ সালে প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল সঞ্জীবকে। তবে ছাড়া পাওয়ার পর দলবল তৈরি করে নতুনভাবে শুরু হয় তার কারবার।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ে রাত থেকেই শুরু দখলমুক্তির কাজ

Latest article