প্রশ্ন ফাঁস বিতর্কের পর পরীক্ষার নতুন দিন নিয়ে টালবাহানা এরপর আজ, শনিবার পিছিয়ে গেল নিট-ইউজি কাউন্সিলিং (NEET-UG Counciling)। এদিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, আজ কাউন্সিলিং হচ্ছে না। কবে এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: প্রশ্ন কেলেঙ্কারির পান্ডার বাড়িতেই থাকত ভোলেবাবা
গত ৪ জুন ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় ৬৭ জন প্রথম স্থান অর্জন করেছে। গ্রেস নম্বর দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ফাঁসের কথা প্রকাশ্যে আসার পর নিট পরীক্ষা বাতিলের দাবিতে গোটা দেশ উত্তাল হলেও, এনটিএ কোনভাবেই পুরো পরীক্ষা বাতিল করতে চায়নি। মামলা গড়ায় সুপ্রিম আদালতে। শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দেয় কাউন্সিলিং (NEET-UG Counciling) প্রক্রিয়া বন্ধ করা যাবে না। শনিবার আচমকাই নিট-ইউজি স্থগিত ঘোষণা করলো এনটিএ। কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।