প্রতিবেদন : আসন্ন কাফা নেশনস কাপের জন্য সোমবার ২৩ জনের দল ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কিন্তু দলে নেই একজনও বাঙালি ফুটবলার। একমাত্র বাঙালি হিসাবে প্রস্তুতি শিবিরে ডাক পেয়েছিলেন রহিম আলি। কিন্তু তাঁকে চূড়ান্ত দল থেকে বাদ দিয়েছেন কোচ খালিদ জামিল। সম্প্রতি ভারতীয় দলে বাঙালি ফুটবলারদের ব্রাত্য থাকা নিয়ে সুর চড়িয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন ফুটবলাররাও।
আরও পড়ুন-প্রকাশ প্রেসিডেন্সির ফল, এগিয়ে মেয়েরা
জাতীয় দলের হয়ে চুটিয়ে খেলা মানস ভট্টাচার্য বলছেন, শেষ কয়েক বছর থেকেই দেখছি শুভাশিস বসু ছাড়া আর কোনও বাঙালি ফুটবলার জাতীয় দলে সুযোগ পাচ্ছে না। ফেডারেশন একটা অদ্ভুত নীতি নিয়ে চলেছে। আইএসএলের ফুটবলার ছাড়া জাতীয় দলে কাউকে নেওয়া হবে না। কেন সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলের কাউকে রাখা হল না? আরেক প্রাক্তন তারকা সুব্রত ভট্টাচার্যের বক্তব্য, আমরা কলকাতা লিগ, রোভার্স, ডুরান্ড খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছি। সন্তোষ ট্রফি ছিল জাতীয় দলে সুযোগ পাওয়ার অন্যতম প্রধান মঞ্চ। ফেডারেশনের মাথায় বসে রয়েছে বাংলার ছেলে কল্যাণ চৌবে। ও কেন কোনও উদ্যোগ নেবে না? জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস বলেছেন, আমি টানা ফুটবল অ্যাকাডেমি থেকে সরাসরি জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম। সন্দীপ নন্দী কলকাতা লিগে সোনালি শিবিরের হয়ে দুরন্ত গোলকিপিং করে জাতীয় দলে ডাক পেয়েছিল। আইএসএলের ফুটবলার ছাড়া জাতীয় দলে সুযোগ হবে না, এই নীতিটাই তো ভুল।