ফের রেলের গাফিলতি! সিগন্যাল পোস্টের রডে ঘষা খেয়েই এগোল ট্রেন

পথে বেতর লেভেল ক্রসিংয়ের কাছে সিগন্যাল পোস্ট থেকে কোণাকুণি বেরিয়ে থাকা লোহার রড চলন্ত ট্রেনের কামরায় ঘষা খেতে থাকে।

Must read

সংবাদদাতা, হাওড়া : ফের রেলের গাফিলতি প্রকাশ্যে। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শালিমারগামী লোকাল ট্রেন। পরপর টানা দুর্ঘটনার পরেও কিছুতেই হুঁশ ফিরছে না রেলের। যাত্রীদের জীবন নিয়ে খেলা যেন রেলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই লোকাল ট্রেনের বহু যাত্রী। জানা গিয়েছে, রবিবার সকালে সাঁতরাগাছি স্টেশন থেকে শালিমারের দিকে যাচ্ছিল লোকাল ট্রেনটি।

আরও পড়ুন-ফের মহার্ঘ রান্নার গ্যাস, মাথায় হাত ছোট ব্যবসায়ীদের

পথে বেতর লেভেল ক্রসিংয়ের কাছে সিগন্যাল পোস্ট থেকে কোণাকুণি বেরিয়ে থাকা লোহার রড চলন্ত ট্রেনের কামরায় ঘষা খেতে থাকে। ওই অবস্থাতেই এগোতে থাকে ট্রেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ভয়ে ভেতরে ঢুকে যান। লোহার রডের ধাক্কায় বিকট শব্দও হতে থাকে। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। কামরা জুড়ে শুরু হয় তীব্র চিৎকার। বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। এই সিগন্যাল পোস্ট থেকে কোণাকুণি বেরিয়ে থাকা লোহার ওই রড ট্রেনের দিকনির্দেশের জন্য ব্যবহার করা হয়। খবর পেয়ে দক্ষিণ-পূর্ব রেলের ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছে বিপজ্জনকভাবে বেরিয়ে থাকা লোহার রডটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলে। এই ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

Latest article