স্কুলের গাফিলতি : পর্ষদ সভাপতি

তাঁর দাবি, ১৩৬টা স্কুল ঠিক করে কাজ করেনি। তাই এই অবস্থা। এমনকী বেশ কিছু স্কুল রয়েছে যারা গত বছরেও এই একই কাণ্ড ঘটিয়েছিল।

Must read

প্রতিবেদন: আদালতের নির্দেশে ফের পোর্টাল খুলে অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এই বিষয়ে স্কুলগুলোর গাফিলতির দিকেই আঙুল তুললেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাঁদের জন্যই পড়ুয়াদের নাজেহাল হতে হচ্ছে বলে জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে শুক্রবার দুপুর দুটো পর্যন্ত ওই পোর্টালে ১৮১ জন পড়ুয়ার এনরোলমেন্ট করেছে। সামান্য ক’টা স্কুলের জন্য এই পরীক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।

আরও পড়ুন-পিএইচএ’র প্রথম বৈঠক

তাঁর দাবি, ১৩৬টা স্কুল ঠিক করে কাজ করেনি। তাই এই অবস্থা। এমনকী বেশ কিছু স্কুল রয়েছে যারা গত বছরেও এই একই কাণ্ড ঘটিয়েছিল। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমরা পোর্টাল খুলে দিয়েছি। কোর্ট বোর্ডের প্রশংসা করেছে। কিছু স্কুলের গাফিলতির জন্য এই ঘটনা হয়েছে। সমস্যার সমাধান হয়ে যাবে। এই বছর ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে রাজ্যে পরীক্ষা দিতে চলেছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী।

Latest article