পড়শিদেশের দুর্বৃত্তরাই মুর্শিদাবাদের ঘটনার পিছনে, স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টেও রাজ্যের অভিযোগকে সমর্থন

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটা হিংসাত্মক ঘটনার পিছনে আছে পড়শিদেশের দুষ্কৃতীরা৷

Must read

প্রতিবেদন : ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটা হিংসাত্মক ঘটনার পিছনে আছে পড়শিদেশের দুষ্কৃতীরা৷ চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রাথমিক তদন্তে, এমনই দাবি সরকারি সূত্রের৷ অত্যন্ত পরিকল্পিত ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অশান্তি তৈরি করা হয়েছে, যেখানে মূল উদ্দেশ্য ছিল রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করা, এমনই দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে৷ অর্থাৎ এই ঘটনা নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছিল তার যথার্থতা প্রমাণ হয়ে গেল। সেইসঙ্গে ন্যক্কারজনকভাবে সামনে চলে এল বিজেপির অশান্তির ব্লু প্রিন্ট।

আরও পড়ুন-২০২৬-এ প্রতিটি পঞ্চায়েতে বাংলা দিবস : ইন্দ্রনীল

তাৎপর্যপূর্ণ হল, মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ বিলের প্রতিবাদে যে ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেছে, তার মূলে আছে বহিরাগত দুষ্কৃতীরা, আগেই এই দাবি জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে৷ একই কথা বলেছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্বও৷ এই প্রসঙ্গেই তৃণমূল নেতৃত্বের অভিযোগের তির ছিল আধা সামরিক বাহিনী, বিএসএফের দিকে৷ এই সীমান্তরক্ষী বাহিনীর মদতেই পড়শি দেশ থেকে দুষ্কৃতীরা মুর্শিদাবাদে ঢুকে অশান্তির পরিবেশ তৈরি করে, যার জেরে প্রাণ হারাতে হয় তিনজন হতভাগ্যকে, দাবি জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব৷ এই প্রসঙ্গেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, সীমান্তরক্ষী বাহিনীর মদতেই পড়শি দেশের দুষ্কৃতীদের ঢুকিয়ে অশান্তির পরে আবার তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ এলাকার মানুষজন আগেই বলেছিলেন, দুষ্কৃতীদের পান্ডাদের তাঁরা চেনেন না৷ ফলে কোনও একটি রাজনৈতিক দল কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এই অশান্তি তৈরি করছে কি না, তা দেখতে হবে৷ তৃণমূল নেতৃত্বের এই অবস্থানেই সিলমোহর পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রাথমিক তদন্ত রিপোর্টে৷ এর পরেই উঠছে প্রশ্ন, পড়শিদেশের দুষ্কৃতী ঢুকিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি তৈরি করার চেষ্টা হতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে কেন কোনও আগাম তথ্য ছিল না? নাকি সব ইনপুট পাওয়ার পরেও তাঁরা চুপ করে বসে ছিলেন অশান্তির বাতাবরণ তৈরি হতে দেবেন বলে?

Latest article