এশিয়া কাপে কাল নেপাল-পাকিস্তান

Must read

মুলতান: কাল, বুধবার এশিয়া কাপের প্রথম ম্যাচ। আয়োজক পাকিস্তান খেলবে নেপালের (Nepal-Pakistan) বিরুদ্ধে। আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম এই দুই দেশ (Nepal-Pakistan) পরস্পরের বিরুদ্ধে খেলবে।
মুলতান স্টেডিয়ামে এই খেলা হবে। এখানে প্রচুর রান ওঠে। বাবর আজমের দল সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এছাড়া আফগানিস্তানকে ৩-০-তে হারিয়ে তাঁদের মনোবল তুঙ্গে। আফগানিস্তান সিরিজ থেকে প্রয়োজনীয় ম্যাচ প্র্যাকটিস পেয়েছেন পাক ক্রিকেটাররা।
মুলতান মাঠে বরাবরই রান বেশি ওঠে। এখানে বোলারদের জন্য বিশেষ কিছু থাকে না। তবে ম্যাচ গড়ালে স্পিনারদের জন্য কিছুটা সুবিধা জোটে। মুলতানের মাঠে গড় রান ২৫৫। টসে জিতলে আগে ব্যাট করে নিতে চায় সব দল। বাবররাও সম্ভবত সেটাই চাইবেন। যাতে বড় রানের পাশাপাশি ব্যাটাররা ব্যাটিং প্র্যাকটিস পেয়ে যান।
এবারের এশিয়া কাপে ভারত তাদের সবকটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মেগা ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের এটাই সবথেকে বড় ম্যাচ। এই দুই দল যদি ফাইনালে ওঠে তাহলে খেলা হবে শ্রীলঙ্কাতেই।

আরও পড়ুন- কোটায় ফের আত্মঘাতী ২, পরীক্ষা স্থগিত

Latest article