আড়াই মাসে দ্বিতীয়বার, ওড়িশার বিশ্ববিদ্যালয়ে নেপালি ছাত্রীর দেহ উদ্ধার

Must read

আড়াই মাসে দ্বিতীয় মৃত্যু ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটিতে (KIIT)। হস্টেল থেকে উদ্ধার এক নেপালি ছাত্রীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। বছর কুড়ির তরুণী প্রিশা শাহ ওড়িশার ওই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স বিভাগে বি.টেক পড়ছিলেন।

অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাটি পুলিশ আত্মহত্যা বলেই মনে করছে। কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন প্রিশা, তা এখনও নিশ্চিত নয় পুলিশ।

আরও পড়ুন- উদ্বোধনের প্রথম ৩ ঘণ্টায় ২ লক্ষাধিক ভক্ত সমাগম

এই বিষয়ে নেপালি কেআইআইটি (KIIT) কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। মৃতার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান শুক্রবারের মধ্যে ভুবনেশ্বরে পৌঁছবেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি কেআইআইটি-র আরেক নেপালি ছাত্রী প্রকৃতি লামসাল আত্মঘাতী হয়েছিলেন। এই ঘটনার পর কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান একদল নেপালি পড়ূয়া। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তাঁরা।

Latest article