মুর্শিদাবাদে বন্ধ নেট, ভিনরাজ্যের সংযোগ পেতে ভিড় নদীর ধারে

দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গত ১৮ তারিখ থেকে মুর্শিদাবাদে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর: দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে গত ১৮ তারিখ থেকে মুর্শিদাবাদে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। তিনদিন ধরে একটানা ইন্টারনেট পরিষেবা না পেয়ে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। ইন্টারনেট সংযোগ না থাকায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বিভিন্ন সরকারি দফতর-সহ হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি পুলিশ প্রশাসনের কর্তাদের ফোনেও ইন্টারনেট সংযোগ না থাকায় তাঁরাও হোয়াটসঅ্যাপ মেসেজের পরিবর্তে টেক্সট মেসেজ করে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশ আদানপ্রদান করছেন।

আরও পড়ুন-দলীয় কর্মীদের হাতে আক্রান্ত মহিলা সদস্যের বিস্ফোরক অভিযোগ, চাপে দল, বিচার না পেলে রাজ্য সরকারের দ্বারস্থ হব : বিজেপি নেত্রী

তবে বাড়িতে বা অফিসে ইন্টারনেট সংযোগ পেতে সমস্যা হলেও জেলার কিছু অংশে পার্শ্ববর্তী জেলা বা রাজ্যের মোবাইল ফোনের টাওয়ার থেকে খুব সহজেই ইন্টারনেট সংযোগ মিলছে। সেই সুবিধা পেতে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নদীর ধারে, মাঠে বা রাস্তার উপর কয়েকদিন ধরে প্রচুর যুবক-যুবতীর জটলা বেড়েছে। মূলত অনলাইনে পড়াশোনা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বা জরুরি দরকারে সাধারণ মানুষ ওই এলাকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমাচ্ছেন।

আরও পড়ুন-পুলিশের উদ্যোগে ইলেকট্রিক সাইকেলে টহল দেবে বিজয়ী বাহিনী

মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নোটিশ জারি হলেও সুতির অন্তর্গত হারুয়া, বহুতালি এবং আহিরণের বেশ কিছু এলাকায় বাড়িতে ইন্টারনেট পাচ্ছেন মানুষ। ইন্টারনেট সংযোগ না থাকায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আহিরণ ক্যাম্পাসের প্রচুর ছাত্রছাত্রী এখন আহিরণ ব্রিজের কাছে বা পাদুয়াপাড়ার মাঠে ল্যাপটপ নিয়ে এসে পড়াশোনা করছেন। সামশেরগঞ্জে থানার ধুলিয়ান এবং ফারাক্কা থানার গঙ্গার ধার সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় মালদহ জেলার টাওয়ারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। সাগরদিঘির অনেক বাসিন্দা মোড়গ্রামের কাছে গিয়ে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন এবং সেখানে রাস্তার ধারে বসেই অনলাইনে জরুরি কাজ সারছেন। অন্যদিকে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, ‘বেলডাঙায় নতুন করে কোনও গন্ডগোল না হলে বৃহস্পতিবার থেকে মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে।’

Latest article