সংবাদদাতা, নেতাই : ঐতিহাসিক নেতাই হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নেতাই দিবস পালিত হল উপযুক্ত মর্যাদা এবং শহিদ স্মরণের মাধ্যমে। ২০১১-র ৭ জানুয়ারি জঙ্গলমহলের অন্তর্গত বিনপুর ব্লকের নেতাই গ্রামে সিপিএমের হার্মাদদের গুলিতে নয়জন সাধারণ মানুষ প্রাণ দিয়েছিলেন।
আরও পড়ুন-পরিবেশ রক্ষায় জলজপাখি গণনা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের পক্ষ থেকে সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপারসন জয়া দত্ত। এছাড়াও মন্ত্রী বীরবাহা হাঁসদা সমেত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং ঘাটালের বিধায়ক এবং দলীয় নেতৃত্ব। জয়প্রকাশ বলেন, ‘তোমরা রক্ত দিয়ে আমাদের গণতন্ত্র বাঁচিয়েছ, আমরা কোনওদিন তোমাদের আত্মত্যাগ ভুলব না। গণতন্ত্রের রক্ষক মমতা বন্দ্যোপাধ্যায় আজও তোমাদের আদর্শে মানুষের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছেন। বিশাল মানুষের এই সভা থেকে ঐক্যবদ্ধ হয়ে বাংলা-বিরোধী ষড়যন্ত্রকারী বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান করা হয়।

