বঙ্গ

”নেতাজি বড় চক্রান্তের শিকার”, কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আলিপুরদুয়ারে সুভাষিণী চা বাগানের মাঠে আজ বৃহস্পতিবার ২৩ জানুয়ারি শঙ্খ বাজিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজির মৃত্যু রহসের সমাধান না হওয়ার জন্য একপ্রকার কেন্দ্রকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “নেতাজির জন্মদিন জানি, মৃত্যুদিন জানি না। সব ফাইল প্রকাশ করেছে রাজ্য। নেতাজির অন্তর্ধানের ৬৪টা ফাইল রাজ্যের কাছে ছিল। সেটা আমি পাবলিককে দেখার জন্য দিয়েছি। নেতাজি বড় চক্রান্তের শিকার। দুঃখ হয়, আমাদের জন্য এত লড়াই করলেন, কীভাবে তাঁর মৃত্যু হল আজও আমরা জানতে পারলাম না। নেতাজি যোজনা কমিশন শুরু করেন। এখন যোজনা কমিশন বন্ধ করে দেওয়া হয়েছে। জয়হিন্দ বাহিনী আমরা তৈরী করেছি। আলিপুর মিউজিয়ামে নেতাজি স্মারক করা হয়েছে। আমি আন্দামানে গিয়েছিলাম। নিজে দেখেছি সেলুলার জেলে বেশি ছিল পঞ্চাবি-বাংলার বন্ধুরা। আর বাংলার মধ্যে বক্সার স্বাধীনতা সংগ্রামী বেশি শহিদ হয়েছেন। আজ তাঁদের স্মরণ করছি।”

আরও পড়ুন-ঘুরে আসুন বালি দ্বীপ

এদিন মঞ্চ থেকে নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তীতে এই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কেন্দ্রকে এই সংক্রান্ত চিঠিও দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ”নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশনায়ক দিবস হিসেবে পালন করতে পারেন সেইজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করা। কেন্দ্র ছুটি না দিলেও আমরা দিই। তিনি দেশপ্রেম, সাহস, নেতৃত্ব, ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক। নেতাজি সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা উচিত। উনি আমাদের দেশের বীর নায়ক। তিনি প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। অথচ এখন সেটা তুলে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন-বাংলার লক্ষ্মীর ভাণ্ডার পথ দেখাচ্ছে দেশকে

এদিন তরাই ডুয়ার্সের অনুষ্ঠান মঞ্চ থেকে ৩০ হাজার উপভোক্তার হাতে সরকারি পরিষেবা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তরাই ডুয়ার্সের চা বাগানের সরকারি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পে ১০৮ কোটি ৭৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা রাজ্যজুড়ে প্রতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করি। তবে এবার প্রথম তরাই-ডুয়ার্স থেকে জাতির নায়ককে শ্রদ্ধা জানানো হল।”

 

 

 

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

11 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

20 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

25 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

34 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago