পল্লীশ্রী সর্বজনীন। কলকাতার দক্ষিণের সাবেকি এই পুজোর এবার ৭৮ বছর। নেতাজি নগরের এই পুজো আড়েবহরে বড় হলেও কখনও তার সাবেকিআনাকে বিসর্জন দেয়নি। এক চালার ডাকের সাজের প্রতিমা। আাগে জাঁকজমকে দশমীতে সিঁদুর খেলা হত। সেলিব্রেটিরাও হাজির হতেন এখানে সিঁদুর খেলায়। কিন্তু কোভিডের ধাক্কায় সেসব এখন বন্ধ।
আরও পড়ুন: রাজ্যের অর্থনীতিতে দুর্গাপুজোর প্রভাব, ব্রিটিশ কাউন্সিলের রিপোর্ট
পুজোর সম্পাদক অরূপ কুমার চৌধুরী বলেন, “থিম ভাবনায় এবার রাজনন্দিনী হলেও আমরা কোভিড বিধি মেনেই সবটা করছি। চারদিক খোলা মণ্ডপ। আর দর্শনার্থীদের মাস্ক, স্যানিটাইজার বিলি করেছি। এসব করতে গিয়ে খাওয়াদাওয়ার বাজেটে কাটছাঁট করতে হয়েছে। তবে আশা করি মা দুর্গার আশীর্বাদে সামনের বছর সব ঠিক হয়ে যাবে। সবাই প্রাণ খুলে আনন্দ করতে পারবো।”