প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) পাহাড় থেকে একাধিকবার ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী পালন করেছেন। কলকাতা শহর থেকে তো পালন করেছেন অজস্রবার। তিনি এবার ডুয়ার্সে নেতাজির জন্মজয়ন্তী পালন করার কথা জানান। ডুয়ার্সে নেতাজির জন্মদিবসকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা নিয়েও বিস্তারিত জানান আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে।
আরও পড়ুন- অনুপ্রবেশকারীদের গুলি করা হবে! বক্সার জঙ্গলে এয়ারফোর্সের নোটিশ দেখে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, ডুয়ার্সে এই প্রথমবার পালিত হচ্ছে নেতাজি জয়ন্তী। আমি নিজে সেখানে থাকব। নেতাজি সুভাষচন্দ্র বসু যে সময় জন্মেছেন, সেই সময় সাইরেন বাজবে, হবে শঙ্খধ্বনি। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক থেকে ফের একবার তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নেতাজির জন্মলগ্নে শঙ্খ বাজানোর জন্য আমি একটি নতুন শাঁখ কিনে এনেছি। বাড়িতে প্রতিদিন যে শাঁখ বাজাই সেটা আনিনি। হয়তো সেটা আনলে ভাল বাজাতে পারতাম। নতুন শাঁখ বৃহস্পতিবার বাজাব ডুয়ার্সে। সকল ডুয়ার্সবাসী আসুন, নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে শামিল হোন। যাঁরা আসবেন শঙ্খ নিয়ে আসুন। যাঁরা বাড়ি থাকবেন সকলকে অনুরোধ করছি, নেতাজির জন্মলগ্ন ১২টা ১৫ মিনিট। সেইসময় আপনারাও বাড়িতে বাড়িতে শাঁখ বাজান। স্মরণীয় করে রাখুন এই দিনটি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে সীমান্তে নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চান। জেলার পুলিশ সুপার মুখ্যমন্ত্রীকে জানান সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর পুলিশি নজরদারি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নেওয়ার নির্দেশ দেন।