বাংলাকে বঞ্চনা, বাদ নেতাজি

Must read

অভিরূপ ভট্টাচার্য : দিল্লির সাধারণ দিবসের ট্যাবলোতে ফের ব্রাত্য বঙ্গ। এই নিয়ে পর পর তিনবার। ২০১৯, ২০২০ সালেও বাদ পড়েছিল বাংলার ট্যাবলো। ‘কন্যাশ্রী’র মতো আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ও বাদ গিয়েছিল তখন। এবার বাংলাকে বঞ্চিত করতে গিয়ে কেন্দ্রের কাছে ব্রাত্য হলেন খোদ নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose)। কারণ এবার রাজ্যের প্রস্তাবিত ট্যাবলোর বিষয় বস্তু ছিলেন তিনিই। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে থিম ঠিক করেছে কেন্দ্র। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফোকাস ছিল–নেতাজি। কারণ, এবার সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী। আসন্ন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার তরফে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আইএনএ সংক্রান্ত থিম নিয়ে ট্যাবলো পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। যা মৌখিক ভাবে খারিজ করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এর থেকে স্পষ্ট প্রমাণ বাংলাকে বঞ্চনা করা ট্রেন্ডে পরিণত হয়েছে কেন্দ্রের কাছে।

আরও পড়ুন – বিজেপিতে বিদ্রোহ: নাম না করে অমিতাভর বিরুদ্ধে তোপ দাগলেন শান্তনু 

শুধুই বাংলা নয়, এই ট্যাবলো খারিজ করে নেতাজিকেই অপমান করেছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশ। আগামী ২৩ জানুয়ারি চূড়ান্ত ‘ড্রেস রিহার্সাল’। এবার সাধারণতন্ত্র দিবসের থিম, ‘আজাদি কা অমৃত মহোৎসব।’ যদিও কেন্দ্রের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয় নি এই বিষয়ে। রাজ্যের তরফেও কোনও লিখিত বিবৃতি দেওয়া হয় নি। এর আগে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘কন্যাশ্রী’ নিয়ে ট্যাবলোর বিষয়বস্ত হওয়ায় ২০২০ সালেও তা বাতিল করে দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। রাজনৈতিক মহলের একাংশের অভিমত ছিল, কন্যাশ্রীর ট্যাবলোয় রাজ্যের প্রকল্পের প্রচার হবে, সেই কারণেই সম্মতি দেওয়া হয়নি। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যেই রাজ্যের তরফে নেতাজি সংক্রান্ত ট্যাবলো দেওয়ার ভাবনা ছিল রাজ্যের। কিন্তু কেন্দ্রের স্বৈরাচারী সিদ্ধান্তের কাছে বাতিল হল বাংলার ট্যাবলো।যদিও নবান্নের তরফে জানা গিয়েছে এটাই প্রত্যাশা ছিল। কারণ সাধারণতন্ত্র দিবসের জন্য প্রত্যেক রাজ্যের সঙ্গে ট্যাবলো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলেও সেই বৈঠকে ডাকই পায়নি বাংলা। তাই এবারেও বাংলার ট্যাবলো বাতিল হবে সেটা প্রত্যাশিতই ছিল।

Latest article