প্রতিবেদন : এসআইআর-এ শুনানির নামে কমিশনের হেনস্থা জারি। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশাপাশি এই হয়রানি থেকে বাদ যাননি নোবেলজয়ী অর্মত্য সেনও। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে ডাক পড়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের চার সদস্যের! বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, নেতাজির প্রপৌত্রকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? নেতাজির পরিবার যদি ভারতীয় না হন, তবে আর কে হবেন? উঠেছে এই প্রশ্ন।
আরও পড়ুন-লজ্জাজনক! দিল্লি মেট্রোতে প্রকাশ্যে প্রস্রাব করার অভিযোগ
এই বিষয়ে চন্দ্রকুমার বসু কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, স্বচ্ছ ভোটার বাছার নামে ১০ কোটি মানুষকে হয়রান করছে কমিশন। তিনি প্রশ্ন তোলেন এই প্রক্রিয়া নির্বাচনের আগেই কেন? কী উদ্দেশ্য কমিশনের তা স্পষ্ট করুক— বলেও সরব হন তিনি। পাশাপাশি চন্দ্রবাবু বলেন, নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে তা সঠিক নয়। এদিনই রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে, কোচবিহারের জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মনকেও এসআইআর নোটিশ পাঠানো হয়। আগামী ২৯ জানুয়ারি শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। অতীতে অভিনেতা-সাংসদ দীপক অধিকারী, ক্রিকেটার মহম্মদ শামি-সহ একঝাঁক নামী ব্যক্তিত্বকে শুনানি নোটিশ পাঠানো নিয়ে বিতর্কের জন্ম দেয়। সেই আবহে এ-বার চন্দ্র বসুকে শুনানির নোটিশ পাঠানো নিয়ে শোরগোল শুরু হয়েছে।

