নেতাজির স্মৃতিবিজড়িত বোস হাউস মিশনকে দান

তাই বাড়িটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। বহুবার নেতাজি মেজদার সঙ্গে এই বাগানবাড়িতে এসেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়ে দাদার সঙ্গে আলোচনা করতেন

Must read

সুমন করাতি, হুগলি: নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত রিষড়ার ‘বোস হাউস’ দেওয়া হল বেলুড় শ্রীরামকৃষ্ণ মিশনের হাতে। বুধবার সন্ধ্যায়, বর্তমান মালিক আমেরিকা প্রবাসী ব্যবসায়ী পরিতোষমোহন চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে মিশনের হাতে এই বাগানবাড়িটি দিলেন, সঙ্গে বাড়িটির উন্নতিকল্পে ১ কোটি ৫ লক্ষ টাকাও। ৫০ কাঠার উপর গঙ্গার তীরে গাছগাছালিতে ভরা সুদৃশ্য এই বাগানবাড়িটি নির্মাণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মেজদা শরৎচন্দ্র বসু।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সভা, উদ্দীপ্ত পুরুলিয়া

তাই বাড়িটির ঐতিহাসিক মূল্য অপরিসীম। বহুবার নেতাজি মেজদার সঙ্গে এই বাগানবাড়িতে এসেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়ে দাদার সঙ্গে আলোচনা করতেন। পরে বসু পরিবার এই বাড়িটি এক ব্রিটিশ বহুজাতিক কোম্পানিকে দেয়। তাদের কাছ থেকে পরিতোষমোহন কিনে নেন। তিনি জানিয়েছেন, যখন এই বাগানবাড়িটি নিই, তখনই এটির ঐতিহাসিক গুরুত্ব জানতে পারি। ঠিক করেছিলাম এটি কোনও ব্যবসায়িক কাজে লাগাব না। তারপর কথা হয় মিশনের সঙ্গে। মিশন এখানে নেতাজি ও স্বামীজির উপর একটি সংগ্রহশালা করবে। সেই মহৎ কাজের জন্য বেলুড় মঠের মহারাজের হাতে বাড়িটির কাগজ অর্পণ করলাম। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা নেতাজি এবং স্বামীজির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, পড়াশোনা করতে পারবে। সন্ধ্যায় এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়। ছিলেন সস্ত্রীক পরিতোষমোহন।

Latest article