দশম শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’ (Taruner Swapna)। আগামী শিক্ষাবর্ষ থেকে যুক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার, মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৫ সাল থেকে দশম শ্রেণির প্রত্যেক পড়ুয়াকে তা পড়তে হবে। তবে পাঠ্যক্রমে যোগ হলেও তার উপর কোনও মূল্যায়ন করা হবে না। পোশাকি ভাষায় এটি, ‘নন-ইভ্যালুয়েটিভ সাপ্লিমেন্টারি রিডার’।
আরও পড়ুন-মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কুলু-মানালি, ভাসছে উত্তরাখণ্ডও! মৃতের সংখ্যা বেড়ে ১৮
জানা গিয়েছে, দিন কয়েক আগে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেছিলেন যে ‘তরুণের স্বপ্ন’-র (Taruner Swapna) মতো বই পড়া উচিত বাচ্চাদের। পড়ুয়াদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়বে। তারপরেই পাঠ্যক্রমে এই বই যুক্ত করল মধ্যশিক্ষা পর্ষদ।