নতুন ৪ ক্লাবের আবেদন পুজো অনুদানের জন্য

Must read

প্রতিবেদন : যেখানে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নামমাত্র কিছু ক্লাব অনুদান ফেরানোর কথা জানিয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই নতুন করে চারটি ক্লাব অনুদান নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। এবার তাদের সেই আবেদনের মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। বাদল পল্লী মহিলা দুর্গোৎসব, বাঁশদ্রোণী কালীতলা পার্ক, নাগরিক সেবা সমিতি এবং নিবেদিতা পার্ক অ্যাসোসিয়েশন পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই রাজ্য সরকার ৪৫,৫০০ ক্লাবকে অনুদান দিয়ে থাকে।

আরও পড়ুন: শিলিগুড়িতে ছাত্রী ধর্ষণ-খুনের ঘটনায় দোষীর ফাঁসি! সাজা ঘোষণা আদালতের

এরমধ্যে যারা অনুদান ফেরানোর জন্য আওয়াজ তুলেছেন সেই হার হয়তো বড়জোর ০.০১%। মূলত পুজোর অর্থনীতি মজবুত করতে এই সরকারি অনুদান দেওয়া হয়। ফুলচাষি থেকে শুরু করে মৃৎশিল্পী, ডেকরেটার্স এইরকম অসংগঠিত ক্ষেত্রের বহু শ্রমিক পুজোর সঙ্গে জড়িত। এই পুজো কমিটিগুলোর মাধ্যমেই সমাজের ওইসব পিছিয়ে পড়া শ্রেণি এই সময় বাড়তি একটু রোজগার করতে পারে। এক্ষেত্রে তৃণমূলের বক্তব্য, ন্যায় বিচার চাওয়ার আন্দোলন সঠিক কিন্তু এর সঙ্গে টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে কোনও ভাবেই মেলানো যায় না। আর যারা একান্তই আন্দোলন দেখানোর জন্য টাকা ফেরত দিচ্ছে তাহলে তারা শুধু এই এক বছরের নয় বিগত যত বছর তারা টাকা নিয়েছে সেগুলিও ফেরত দিক।

Latest article