প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) যুগান্তকারী প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)। রাজ্যের ছাত্রছাত্রী-গবেষকরা যাতে টাকার অভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হন, তার জন্যই স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েিছলেন মুখ্যমন্ত্রী। বহু পড়ুয়া ইতিমধ্যেই উপকৃত। তবে অভিযোগ আসছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অসহযোগিতার জেরে বিপাকে পড়ছেন আবেদনকারীরা। তাই আরও বেশি পড়ুয়া যাতে রাজ্য সরকারের এই সুবিধা নিতে পারেন, সেই লক্ষ্যে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: মুখ বদলালেই কঙ্কাল বদল হয় না: কুণাল
নতুন ৪৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) আবেদন নেওয়া হবে বলে নির্দেশ দিল রাজ্য সরকার। অর্থাৎ, নতুন করে আবারও আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। নবান্ন সূত্রের খবর, জুন মাসের পরে মুখ্যমন্ত্রী স্বয়ং স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রিভিউ মিটিং করবেন। সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তিনি। তার প্রস্তুতি হিসেবে শনিবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিক্ষা সচিব মণীশ জৈন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত এই নির্দেশ দেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, ২৪ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনে ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে, যার মোট অর্থরাশি ৬৫০ কোটি টাকা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, গোটা রাজ্যে চার হাজার ব্যাঙ্কের শাখায় মোবিলাইজেশন ক্যাম্প করা হবে। এই ক্যাম্পগুলোতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পাশাপাশি আর্টিজেন ক্রেডিট কার্ড এবং মৎস্যজীবী ক্রেডিট কার্ডের পরিষেবাও দেওয়া হবে।